অসহায় চা শ্রমিকদের মাঝে  শারদবস্ত্র বিতরন করলেন কুঁড়েঘর সনাতনী পরিবার


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/১০/২০২৩, ৯:২৯ PM / ২৬
অসহায় চা শ্রমিকদের মাঝে  শারদবস্ত্র বিতরন করলেন কুঁড়েঘর সনাতনী পরিবার

কাপ্তাই ( রাঙামাটি)প্রতিনিধি।

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া  এবং  রাম ছড়ায় বসবাসরত   ১শত ৩০ জন চা শ্রমিকদের  মাঝে কুঁড়েঘর সনাতনী পরিবারের পক্ষ হতে  শারদবস্ত্র বিতরন করা হয়েছে।

শুক্রবার সকালে এই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতাদেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।
কুঁড়েঘর সনাতনী পরিবারের পরিচালক জিকু দাশের সভাপতিত্বে এসময় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক  উজ্জ্বল মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য  কমল দে, সংগঠন এর এডমিন
সবুজ দাশ গুপ্ত,  কুঁড়েঘর সনাতনী পরিবারের সাবেক পরিচালক  বাবলু দে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা এডমিন জয় দে।

অন্তর পাল আকাশ এর সঞ্চালনায়  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুঁড়েঘর সনাতনী পরিবার এর সদস্য জয়া বিশ্বাস,সৌরভ দে, সুমন কান্তি দে,তপু দে,সানি বণিক,বিধান দাশ,অভি শীল,জয় বিশ্বাস, সন্জয় দত্ত,ঋতুপর্ণা বিশ্বাস, জয়তি দাশ,মেঘলা দাশ,প্রিয়া রায়,জেনি বিশ্বাস প্রমূখ

পরিচালক জিকু দাশ বলেন, সকলের সহযোগিতায় আমরা এই গ্রামে এতজন মানুষের মূখে হাসি ফুটতে পেরেছি, এটাই অনেক কিছু যারা আমাদের এই প্রোগ্রাম নানা ভাবে সহযোগিতা করেছেন সকলকে  ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আমাদের প্রতিটা আয়োজনে সকলে এইভাবে সহযোগিতা করবেন।