আলীকদমে খেলার ট্রফি ভাঙ্গলেন ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৪/০৯/২০২২, ১:০২ AM / ১৯
আলীকদমে খেলার ট্রফি ভাঙ্গলেন ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়।

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ২নং চৈক্ষং ইউনিয়নের রেপার পাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

২৪ শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।
অভিযোগ উঠেছে , অনুষ্ঠানে ইউএনও’র বক্তব্যের এক পর্যায়ে কিছু লোক হট্টগোল করলে প্রধান অতিথি ইউএনও হঠাৎ ট্রফি ছুঁড়ে মারেন টেবিলে এতে ট্রফি গুলো ভেঙে যায়।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওর এমন বিরূপ প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশিত হতে দেখা গেছে।
এমন আচরণে স্থানীয় জনসাধারণ সহ অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে ঘটনার পর আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম এর সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এ তিনি “বিতর্কিত ইউএনওর প্রত্যাহার চাই” শিরোনামে একটি স্টাটাস দিয়েছেন,সাথে ট্রফি ভাঙ্গার একটি ভিডিও আপলোড করেছেন।

তবে এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম এবং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা মোবাইল রিসিভ করেন নি বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

বান্দরবানে জলবায়ু ধর্মঘট পালন করলো ইয়ুথ নেট।