আলীকদমে সেনা জোনের পৃথক অভিযানে ইয়াবা ও জাল নোটসহ আটক ৩


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ৩০/১০/২০২১, ৮:২৮ PM / ১৬
আলীকদমে সেনা জোনের পৃথক অভিযানে ইয়াবা ও জাল  নোটসহ আটক ৩

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি:
আলীকদম সেনা জোনের দুইদিনে পৃথক অভিযানে ইয়াবা ও জাল টাকাসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাকড়াঝিরি অভিযান চালিয়েছে ৪ হাজার পিস ইয়াবাসহ ইয়াং অং ম্রো নামে একজনকে আটক করে। তার থেকে ১টি বাটন ফোনসহ ৪ লক্ষটাকার বাজার মুল্যে ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াং অং ম্রো করুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়ার রেংথক ম্রো এর ছেলে।

অন্যদিকে বৃহস্পতিবার সেনা অভিযানে জাল টাকাসহ মোঃ মনির হোসেন ও মোঃ মোবারক হোসেন নামে দুই যুবককে আটক করেছে আলীকদম সেনা জোন। তাদের নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া থেকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে অবৈধ ১ লক্ষ ৭ হাজার জাল টাকা ও ২টি বাটন মোবাইল পাওয়া যায়।

আটককৃত যুবকের মধ্যে ২জন ৩নং নয়াপড়া ইউনিয়নের বাসিন্ধা তাদের মধ্যে মোঃ মনির হোসেন (২৪) নয়াপাড়া, ৫নং ওয়ার্ডের মোঃ রফিক এর ছেলে। অন্যজন একই গ্রামের মোঃ মোবারক হোসেন (২৬) তার পিতা মোহাম্মদ মিয়া।

আলীকদম সেনা সূত্রে জনায়, গোয়েন্দা মাঠকর্মির তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার মোঃ ইকরাম হোসেন এর নেতৃত্বে বাবুপাড়া ও কাকড়াঝিরি পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকদম থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আটকৃতদের বিষয়টি আলীকদম থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।