আলীকদম উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৫/১০/২০২৩, ৬:৩৬ PM / ৩২
আলীকদম উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার

জয়বাংলা নিউজ ডেস্ক।

আলীকদমে মানবপাচার মামলার ভিকটিম সেই রাজু তঞ্চঙ্গ্যাকে আসামী আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের বাড়ী থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলা তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক(এসআই) মোঃ রিজওয়ানুল ইসলাম জানান ২৫শে অক্টোবর (বুধবার) সকালে রাজু তঞ্চঙ্গ্যাকে উপজেলার বাস টার্মিনাল থেকে মামলার আসামী সাদ্দাম হোসেন বাইকে করে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের বাসায় নিয়ে যায়।

সেখানে তাকে কিল-ঘুষি মারা হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’ রাজু তঞ্চঙ্গ্যা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে বান্দরবান মানব পাচার অপরাধ ট্রাইবুনালে নিয়ে এসে ২২ধারায় আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত সাদ্দাম হোসেনের সাথে কথা বলার জন্য মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আলিকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালামের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামসহ তিন ব্যক্তির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করেন রাজু তঞ্চঙ্গ্যার স্ত্রী। স্বামীকে মিয়ানমারে পাচারের অভিযোগে জেলা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলা করা হয়।

ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার আয়েশা মামলাটি আমলে নিয়ে রাজু তঞ্চঙ্গ্যাকে পাচার করার অভিযোগ তদন্ত এবং তাঁকে উদ্ধারের জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দিয়েছিলেন।