আলীকদম এবিএম ইটভাটায় একলক্ষ টাকা জরিমানা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২০/০৪/২০২১, ৬:১৫ PM / ১৬
আলীকদম এবিএম ইটভাটায় একলক্ষ টাকা জরিমানা

প্রশান্ত দে, আলীকদম(বান্দরবান:
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ না মেনে বান্দরবানের আলীকদম উপজেলায় এবিএম ইটভাটায় ইট তৈরী এবং সংরক্ষিত ও প্রকৃতিক বিভিন্ন পাহাড় থেকে নির্বিচারে লাকড়ি সংগ্রহ করে ইটভাটায় জ্বালানী হিসাবে ব্যবহার করায়, একলক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায়, আলীকদম উপজেলার তারাবুনিয়ায় স্থাপিত এবিএম ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ইট তৈরীর কোন বৈধ কাগজ না থাকায়, পাহাড় কেটে ইট তৈরী সহ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারায় অমান্য করে ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানী হিসেবে জ্বালানী কাঠ ব্যবহার করায়, একলক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সাইদ ইকবাল।

ইটভাটায় লাকড়ি পরিবহনের কারণে গ্রামীণ সড়কগুলো সারাবছরই ক্ষতবিক্ষত থাকে। ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তা ব্রিজ ও কালভার্ট ভেঙ্গে জনসাধারণের চলাচলে দুর্ভোগ চরমে উঠে। রাস্তাঘাট ধুলায় একাকার হয়ে সর্বসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।