জয়বাংলা নিউজ ডেস্ক।
বান্দরবানের আলীকদম উপজেলায়
এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিট ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্বাবধানে নির্মিত প্রায় ১৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।
শুক্রুবার ৬ই অক্টোবর সকালে আলীকদম উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে, এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বান্দরবান জেলা পরিষদের সহযোগিতায়, এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বান্দরবান জেলা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে, এসময় আরো উপস্থিত ছিলেন এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী,আবু বিন ইয়াসির আরাফাত,আলীকদম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আরিফ উল্লাহ নিজামী,
নির্বাহী ম্যাজিস্ট্রেট,আসিফরায়হান,সহকারী পুলিশ সুপার লামা সার্কেল, আনোয়ার হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষীপদ দাশ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ,আলীকদম উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :