আশীষ কুমার আচার্য্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এটিও নির্বাচিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/১০/২০২৩, ৯:০৯ PM / ৬৭
আশীষ কুমার আচার্য্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এটিও নির্বাচিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ চট্টগ্রাম বিভাগীয়  পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার( এটিও)  নির্বাচিত হয়েছেন কাপ্তাই প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন; যেটি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠদের পুরস্কৃত করেন।

এর আগে তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রাম জেলাধীন আনোয়ারা উপজেলায় সুনামের সাথে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন।

 

এদিকে আশীষ কুমার আর্চায্য এর এই প্রাপ্তিতে তাঁকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।