কলা গাছ থেকে সুতা তৈরীর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৫/০৮/২০২২, ১:৫৫ PM / ২৩
কলা গাছ থেকে সুতা তৈরীর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন।

নিজস্ব সংবাদ দাতা-

যে সব কলা গাছ হতে কলা সংগ্রহ করার সুযোগ থাকে এবং পরবর্তী সময়ে আরেকটি কলা গাছ হওয়ার সুযোগ থাকে সে সব কলা গাছ কাচঁমাল হিসেবে ব্যাবহার না করা যাবে না।পরিবেশের ভারসাম্য রক্ষায় কলা গাছের ভূমিকা অপরিসীম,এটা মাটিতে পানি ধরে রাখতে সহায়তা করে।SME ফাউন্ডেশনের আয়োজনে,বান্দরবান উইমেন্স চেম্বার অফ কমার্স এর সহযোগিতায়,৫ দিন ব্যাপী “কলা গাছের সুঁতা থেকে বহুমুখি পণ্য তৈরী”প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

২৫শে আগস্ট বৃহস্পতিবার সকালে বান্দরবান উইমেন্স চেম্বার অফ কমার্স এর কনফারেন্স রুমে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক,বান্দরবান পার্বত্য জেলা ইয়াছমিন পারভিন তিবরিজী এসব কথা বলেন।তিনি আরো বলেন এই উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে জেলায় নারীদের নতুন আত্মকর্মসংস্থান এর একটি স্থান তৈরী হলো।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের একাংশ।

বান্দরবান উইমেন্স চেম্বার অফ কমার্স এর সভাপতি লালসানি লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস।৫ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় আরো অংশগ্রহন করেন ৩০ জন প্রশিক্ষণার্থী।বান্দরবান উইমেন্স চেম্বার অফ কমার্সের পরিচালক বিনা পানি চক্রবর্তী জানান শুক্রবার ও শনিবার ২ দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীকালে প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার ব্যাপারে স্থান নির্ধারণ করা হবে।

উল্লেখ্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী প্রথম কলা গাছ থেকে সুতা তৈরি কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভাবে রূপ দেয়ার উদ্যোগ গ্রহন করেন।তারই ধারাবাহিকতায় বান্দরবান উইমেন্স চেম্বার অফ কমার্স এই উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে।উদ্বোধনী অনুষ্ঠানে উইমেন্স চেম্বার অফ কমার্সের সদস্য বৃন্দ,প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

সুয়ালকে রান্নার চুলা হতে অগ্নিকান্ড।