কাপ্তাইয়ে ছাগল ও ভেড়ার  পিপিআর রোগ নির্মূলে টিকা প্রদান কার্যক্রম শুরু 


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০১/১০/২০২৩, ৭:৫০ PM / ৩০
কাপ্তাইয়ে ছাগল ও ভেড়ার  পিপিআর রোগ নির্মূলে টিকা প্রদান কার্যক্রম শুরু 

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

“ছাগল  ভেড়াকে সময় মত পিপিআর টিকা দিন,

দেশকে পিপিআর মুক্ত রাখুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে সারা দেশে ৯ দিন ব্যাপী টিকা কার্যক্রম গত শনিবার হতে শুরু হয়েছে।
কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) হতে  ছাগল ও  পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে ।

গত শনিবার উপজেলার  ২ নং রাইখালী ইউনিয়নের ২,৪,৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ৪ শত ৪৯ টি ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হয়েছে  ।

এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: জাকিরুল ইসলাম সহ প্রাণীসম্পদ বিভাগের উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি এবং খামারিরা উপস্থিত ছিলেন।
এভাবেই প্রত্যেকটি ইউনিয়নে বিনামূল্যে টিকা প্রদান করা হবে বলে জানান প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী।

তিনি আরোও জানান,  কাপ্তাই উপজেলায় শতভাগ টিকা প্রদানের লক্ষ্যে যে কোন খামারী কিংবা ছাগল পালনকারী সরাসরি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (মোবা:০১৭২২৫৮১০০৫) কিংবা উপজেলা ভেটেরিনারি সার্জন (মোবা.০১৫৫৮৯২২২৩৬) এর সাথে যোগাযোগ করতে পারবেন।