কাপ্তাইয়ে  যৌথ অভিযানে  পাচারকালে সেগুন কাঠ জব্দ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১১/১০/২০২৩, ৯:১১ PM / ২০
কাপ্তাইয়ে  যৌথ অভিযানে  পাচারকালে সেগুন কাঠ জব্দ

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগ এবং জীবতলী সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন এর যৌথ অভিযানে রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর  গোবরঘোনা এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে  ১০০ ঘন ফুট   সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার সকাল  ৭ টায় কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং সেনবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন এর সদস্যরা যৌথ অভিযানে  এই সেগুন কাঠ জব্দ করেন।

কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন সংবাদদের ভিত্তিতে জানতে পারলাম যে, গোবরঘোনা এলাকায় কিছু কাঠ পাচারকারী চক্র সেগুন কাঠ মজুত করে রেখেছে। তাৎক্ষণিক বুধবার সকাল ৭ টায় সেনবাহিনীর সহায়তায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করি। এসময় পাচারকারী চক্র আমরা আসার আগে পালিয়ে যায়।
উদ্ধারকৃত কাঠের মূল্য আনুমানিক   দুই লক্ষ   টাকা এবং কাঠগুলো দুপুর ১ টায়  কাপ্তাই রেঞ্জে আনা হয়েছে বলে এই বন কর্মকর্তা জানান।