কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৬/১০/২০২২, ৩:৫০ PM / ১৩
কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন।

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি )।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সকালে প্রথমে তিনি ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় ৪০ লাখ টাকা ব্যয়ে লোটাস শিশু সদনের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন, ৩৫ লাখ টাকা ব্যয়ে শিলছড়ি পুরাতন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে তিনি ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জেটিঘাট বাইতুছ ছালাম জামে মসজিদের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে নতুনবাজার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩০ লক্ষ টাকা ব্যয়ে চৌধুরীছড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক , কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ , চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক ওহাব, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা সহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।

 

 

 

রাজস্থলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পা‌লন।