কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারে ২৮ তম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/১০/২০২২, ৯:০২ PM / ১৫
কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারে ২৮ তম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন।

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি)।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটি ও দায়ক/দায়িকার উদ্যোগে দানোত্তম মহান কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা সম্পন্ন হয়েছে।

১৪ অক্টোবর ( বৃহস্পতিবার) সকালে ১ম পর্বে বুদ্ধ পূজা, সংঘদান,অষ্টপরিষ্কারদান ও পিণ্ডদান এবং বিকালে ২য় পর্বে আপ্যায়ন, কঠিন চীবর দান, ও পবিত্র ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে ধর্মসভায় সভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ জিন বোধি মহাথের, এছাড়াও বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখা সভাপতি আর্য্যলঙ্কার ভিক্ষু,পার্বত্য ভিক্ষু সংঘ ও বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ বিপুল জ্যোতি থের সহ অন্যান্য ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, উপাসক- উপাসিকা, দায়ক-দায়িকা এবং কমিটিবৃন্দ।দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হয়।

 

বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন।