খাগড়াছড়িতে বিজয়া দশমী পূজা শেষে দেবী বিসর্জন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৫/১০/২০২২, ৭:৪৯ PM / ১৬
খাগড়াছড়িতে বিজয়া দশমী পূজা শেষে দেবী বিসর্জন।

রবিজয় ত্রিপুরা, খাগড়াছড়ি।

দশমী পূজা শেষে আজ বিকাল ৩টায় দেওয়া হয় দেবী বিসর্জন।

বুধবার ( ৫ অক্টোবর ) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দির সহ জেলার বিভিন্ন পূজামণ্ডেপে বিজয়া দশমী পূজা শেষে এই বিসর্জন দেওয়া হয়।

দুর্গোৎসবের শেষ দিন আজ। দুর্গাপূজার বিজয়া দশমীতে সকালেই পূজার মূল কাজ শেষ হয়। এরপর দেবী বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় সকল আনুষ্ঠানিকতা।

এসময় কথা হয় পূজা দিতে আসা বেশ কয়েকজনের সঙ্গে।

তারা বলেন , আমাদের বিশ্বাস প্রতিবছর মা পৃথিবীতে আসে সকল অশুভ শক্তিকে বিনাশ করে মর্তে চলে যান। আমরা অশুভ শক্তিকে বিসর্জন দেই।

পরে বিকালে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নে জোরমরম এলাকায় চেঙ্গী নদীতে দেবীকে বিসর্জন দিতে আসা কয়েকজন সাথেও কথা হয়। সেখানে তারা জানান , আমরা অশুভকে বিসর্জন দিলাম। মা ফিরে গেছেন। আমরা সকল শুভকে গ্রহণ করেছি। সকল অমঙ্গল দূর হোক এটাই প্রত্যাশা।

এ বছর সারা বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজা মণ্ডপে হচ্ছে দূর্গাপূজা। ঢাকা মহানগরে এ বছর পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে। খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলাতে এ বছর ৫৭ টি পূজা মন্ডপ।

 

 

 

বান্দরবানে জাতীয় কন্যা শিশু দিবস পালন।