খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৭/০৯/২০২২, ৫:০৪ PM / ১৫
খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

রবিজয় ত্রিপুরা,খাগড়াছড়ি।

“পর্যটনে নতুন ভাবনা” (Rethinking Tourism) প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস -২০২২ পালন করা হয়েছে ।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর ২০২২ ) সকালে খাগড়াছড়ি পৌরসভা প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট গিয়ে শেষ এবং অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এর আহ্বায়ক জনাব পার্থ ত্রিপুরা (জুয়েল) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মংসুইপ্রু চৌধুরী (অপু)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত পিপিএম,পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক,
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী,
জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি জনাব কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসা, বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব এস অনন্ত বিকাশ ত্রিপুরা,
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আক্তার হোসেন প্রমূখ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলাতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের যথাযথ ব‍্যবহার করে পর্যটন সেক্টরে উন্নয়ন করা গেলে জেলাতে সমৃদ্ধি আসবে। সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

 

 

 

বান্দরবানে আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত।