খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়ন থেকে মেডিকেল কলেজে চান্স পেলেন রিমি ত্রিপুরা।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৫/০৯/২০২২, ৮:৪৯ PM / ২৬
খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়ন থেকে মেডিকেল কলেজে চান্স পেলেন রিমি ত্রিপুরা।

রবিজয় ত্রিপুরা,খাগড়াছড়ি।

নাম রিমি ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়স্থ ২৩৯নং জোরমরম মৌজার প্রত‍্যন্ত বিরাশিমুড়া পাড়া তে তার জন্ম। পিতা মাতার সর্বকনিষ্ঠ সন্তান সে,ছোটবেলায় মা কে হারায়,তারপর খাগড়াছড়ির খাগড়াপুর
দিদিদের বাড়ি থেকে বড় হওয়া, শিক্ষা জীবনে সে প্রথমে এলাকার একমাত্র সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান জোরমরম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ভর্তি হয়। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা
করে জোরমরম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে।ছোট্ট থেকে পরিক্ষার ফলাফলে সকল শ্রেণি থেকে প্রথম অর্জন করে সে। তারপর খাগড়াপুর দিদিদের বাড়িতে থেকে খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ভর্তি হয়। পিএসসি পরিক্ষায় জিপিএ ৫ অর্জন করে। এরপর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকেও জেএসসি ও এসএসসি তে গৌরবের সাথে আবারও জিপিএ ৫ অর্জন হয়।
তারপর খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি হন। সেখানেও পরপর এইচএসসি তে জিপিএ ৫ সাফল্যের সাথে অর্জন করে। স্বপ্ন তার মেডিকেলে পড়ার। তাই মেডিক্যাল পরিক্ষায় অংশগ্রহণ করে। মেডিকেল পরিক্ষায়ও সাফল্যের সাথে পাস করে। বর্তমানে সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস(সম্মান) রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয় ।

 

 

 

শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ।