গাছ কাটায় বাধা দেয়া পল্লী চিকিৎসক কে  কুপিয়ে আহত করলো প্রতিবেশি


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৩/১১/২০২৩, ১০:১৬ PM / ৩১
গাছ কাটায় বাধা দেয়া পল্লী চিকিৎসক কে  কুপিয়ে আহত করলো প্রতিবেশি

শুভাশীষ দাশ, রামগড় (খাগড়াছড়ি)।

রোগাক্রান্ত হলে রাত-বিরাতে বাড়ি গিয়ে যে প্রতিবেশিকে চিকিৎসা সেবা দিতেন পল্লী চিকিৎসক দুলাল চন্দ্র শীল(৫০) , তাকেই কুপিয়ে আহত করেছে ফরিদ মিয়া নামে এক প্রতিবেশি।

নিজের বাড়ির সীমানার গাছ কাটায় বাধা দেয়ায় ফরিদ ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে আহত করে পল্লী চিকিৎসক দুলাল চন্দ্র শীলকে। বৃহষ্পতিবার(২ নভেম্বর) ভুজপুরের বাগানবাজার ইউনিয়নের মতিন নগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পল্লী চিকিৎসককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স্রে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানাযায়, বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে মতিন নগর গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া কোন প্রকার কথার্বাতা বা অনুমতি ছাড়া পল্লী চিকিৎসক দুলাল চন্দ্র শীলের বাড়ির সীমানার বিভিন্ন ফলদ ও বনজ গাছ কাটা শুরু করেন।

দুলাল শীল গাছ কাটায় বাধা দিলে ফরিদ মিয়া ধারালো দা দিয়ে তার মাথায় কোপায়। এ সময় দুলালের স্ত্রীসহ পরিবারের লোকজন দৌঁড়ে এসে দুলালকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রামগড় হাসপাতালে ভর্তি করান স্বজনরা। আহত পল্লী চিকিৎসক দুলাল বলেন, রোগক্রান্ত হলে রাত-বিরাতে যখনই প্রতিবেশি ফরিদ ও তার স্বজনরা ডেকেছেন আমি ছুটে গিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়েছি।

অথচ আজ(বৃহষ্পতিবার) আমার বাড়ির গাছ কাটায় তাদের বাধা দেয়ায় ফরিদ ও তার ভাই শহিদ ধারালো দা দিয়ে আমার মাথায় কুপিয়েছে।

তিনি আরও আরও বলেন, পরিবারের লোকজন দ্রæত না এলে হয়তো তারা আমাকে মেরে ফেলতো। তিনি বলেন, বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাটি জানালে তিনি থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।

তার পরামর্শে ভুজপুর থানাধীন দাঁতমারা তদন্ত কেন্দ্রে তিনি অভিযোগ দিয়েছেন। তদন্ত কেন্দ্রের এএসআই শহিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।