চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে    ২০ লিটার চোলাইমদ সহ একজন আটক


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৪/১১/২০২৩, ১০:৫৮ PM / ১০
চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে    ২০ লিটার চোলাইমদ সহ একজন আটক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

রাঙামাটির  কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার  হতে অবৈধভাবে পাচার কালে   ২০ লিটার  দেশীয় তৈরী চোলাই মদ সহ  অংচিংনু মারমা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।

আটককৃত ব্যক্তি   বাঙ্গালহালিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু।

মঙ্গলবার (১৪ নভেম্বর ) দুপুরে থানার এসআই  মুকবুল হোসেন,সঙ্গীয় পুলিশ  ফোর্স সহ  বিশেষ অভিযান চালিয়ে তাকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ  আটক করে।

ওসি  মোঃ সাইফুল আজম বাবু জানান  অংচিংনু  মারমা    দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর  বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং  মঙ্গলবার  আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে  পুলিশ জানান।