চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/১১/২০২৩, ১০:৪৩ PM / ১৭
চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

 

মঙ্গল ও শুভ দর্শন আরতি, গুরু পুজা, শ্রীমদ্ভাগবত পাঠ, গৌড়িয় ভজন, হরিনাম সংকীর্তন, শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনের রাজ ভোগ,  শ্রীশ্রীগিরিগোবর্ধন এবং  অন্নকূট তাৎপর্য শীর্ষক আলোচনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার  (১৬ নভেম্বর )  সকাল হতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায় অনুষ্ঠিত হলো শ্রীশ্রী গিরি  গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব।  আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ( ইসকন) কর্তৃক অনুমোদিত চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র  সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে মহা আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন  শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্র প্রচার  সংঘের প্রতিনিধি আদিপুরুষ শ্যাম দাস।  শ্রীশ্রী গৌর নিতাই নাম হট্র প্রচার  কেন্দ্রের  সভাপতি  শ্রীমান  পালক মাধব দাস এর সভাপতিত্বে   এইসময় বক্তব্য রাখেন   কাপ্তাই  উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক   ঝুলন দত্ত, হাটহাজারি পুন্ডরিক দামের প্রতিনিধি সেবা প্রাণ কৃষ্ণ দাস।এর আগে  বেতার ও টিভি শিল্পীরা গৌড়িয় ভজন পরিবেশন করেন।  অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে  দুর দুরান্ত হতে  শত শত ভক্তের আগমন ঘটে।