চলতি বছরে ২০০ মডেল মসজিদের কাজ শেষ হবে : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৬/০৩/২০২১, ৯:১৩ PM / ১২
চলতি বছরে ২০০ মডেল মসজিদের কাজ শেষ হবে : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান

এ বছর ২০০ মডেল মসজিদের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (৬ মার্চ) বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে একটি সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সরকারের আমলেই ইসলাম, বৌদ্ধ-খ্রিস্টান, হিন্দুসহ সব ধর্মের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়িতও হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণ-জনপ্রতিনিধি এবং প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সকলের মধ্যে সম্প্রীতি অটুট থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে ধর্মীয় সম্প্রীতি অটুট থাকার কারণে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথভাবে পালন করতে পারছেন।’

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি অনিল কান্তি দাশ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মংক্যচিং চৌধুরীসহ বিভিন্ন ধর্মের শতাধিক নারী-পুরুষ দিনব্যাপী ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।