বান্দরবানে ছাত্রলীগের উপজেলা,পৌর ও কলেজ শাখার বার্ষিক সম্মেলন ঘোষণা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৩/১১/২০২১, ১১:২৪ PM / ১৬
বান্দরবানে ছাত্রলীগের উপজেলা,পৌর ও কলেজ শাখার বার্ষিক সম্মেলন ঘোষণা

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদ দাতা:

বান্দরবানে ছাত্রলীগের জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমতিক্রমে বান্দরবান জেলা ছাত্রলীগের আওতাধীন  উপজেলা,পৌর ও কলেজ শাখার বার্ষিক সম্মেলন এর সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার সভাপতি মোঃ কাউছার সোহাগ এবং সাধারণ সম্পাদক জনি সুশীল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী  বান্দরবান সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে ২৫শে ডিসেম্বর ২০২১ ইং সকাল ১০টায়।লামা উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে ১৫ই জানুয়ারি ২০২২ ইং সকাল ১০টায়।লামা পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে ১৫ই জানুয়ারি  ২০২২ ইং সকাল ১০টায়।মাতামুহুরি সরকারি কলেজ,লামা ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে ১৫ই জানুয়ারি  ২০২২ ইং সকাল ১০টায়।নাইক্ষনছড়ি উপজেলা ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হবে ১৫ই জানুয়ারি  ২০২২ ইং সকাল ১০টায়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানানো হয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী   বীর বাহাদুর উশৈসিং এমপি এর সপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেয়ার মাধ্যমে ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা এই সম্মেলনের আয়োজন করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার সভাপতি মোঃ কাউছার সোহাগ জানান জেলা শাখা কতৃক নির্ধারিত সময়ের মধ্যে যে কোন দিন স্বাস্থ্য বিধি মেনে স্ব-স্ব ইউনিটকে বার্ষিক সম্মেলনের আয়োজন করার জন্য আমরা নির্দেশ প্রদান করেছি।আমার বিশ্বাস সম্মেলনের মাধ্যমে যারাই নতুন দায়িত্বভার গ্রহন করবেন আগামীতে তারা বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলায় সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়নের জন্য পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর হাতকে শক্তিশালী করবে।।