জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে – ইয়াছমিন পারভিন তিবরিজী।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৬/১০/২০২২, ৯:৩৩ PM / ১৭
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে – ইয়াছমিন পারভিন তিবরিজী।

জয়বাংলা নিউজ অনলাইন ডেস্ক-

বান্দরবানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ই অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
আলোচনা সভায় প্রধান অতিথি জন্ম ও মৃত্যু নিবন্ধন এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্নকরণের উপর গুরুত্বারোপ করেন।

উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ লুৎফুর রহমান, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,আবদুর রহিম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপপরিচালক, মহিলা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সভাপতি, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি দপ্তরেরক র্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ-মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

 

 

ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব ঘিরে মারমা সম্প্রদায়ের মাঝে আনন্দ।