জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৭/০২/২০২৪, ৮:২৩ PM / ১৮
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি)   কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে  এদিন সকালে  বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ “কিন্নরি”-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  মো: মফিজুল হক।  উপজেলা নির্বাহী অফিসার  মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ মহিলা  ভাইস চেয়ারম্যান  উমেচিং মারমা,পরিসংখ্যান কর্মকর্তা  মো: ফজলে রাব্বি মজুমদার সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।  সভার শুরুতে দিবস উপলক্ষ্যে বিভিন্ন সূচক উন্নয়ন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিও প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।পরবর্তীতে পরিসংখ্যান কর্মকর্তা বিবিএসের বিভিন্ন কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।