জাতীয় সংবিধান দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা 


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/১১/২০২৩, ৬:০৩ PM / ২০
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ৪ নভেম্বর)  বেলা ১২  টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

” বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা”  এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু: সাইফুল ইসলাম।

আলোচনা সভায়   উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয় দেবনাথ, কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  মুহাম্মদ আব্দুল জব্বার  সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।