জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/১১/২০২৩, ৬:০৭ PM / ৭১
জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।

৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার ( ৪ নভেম্বর)  সকালে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মফিজুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন  মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নং রাইখালী ইউনিয়ন
ব্যাটারি চালিত রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মো: আলম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাদিরা বেগম।

এর আগে সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি কাপ্তাই উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।পরে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।