জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/১০/২০২৩, ৯:০৬ PM / ২৯
জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে পরিচালনা কমিটির মাঝে ৬০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কাফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

প্রধান অতিথি বিভিন্ন মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার পরিচালনার কমিটির নেতৃবৃন্দের মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করেন।

এসময় জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, শাহিনা আক্তার, শতরুপা চাকম ও ক্যজরী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ, নারী নেত্রী বাঁশরি মারমা, চামেলী ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।