টেকনাফে বিপুল টাকার মাদক জব্দ


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১২/০৮/২০২২, ১০:১৮ PM / ১০
টেকনাফে বিপুল টাকার মাদক জব্দ

কক্সবাজারের টেকনাফে ৪টি অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে ২বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। যার মধ্যে রয়েছে ১ কেজি ৬১গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার পিস ইয়াবা, ১৮০ প্যাকেট সিগারেট, ৭৯ বোতল বার্মিজ মদ ও ৬৪৬ ক্যান বিদেশি বিয়ার। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫কোটি৯৩ লাখ ৮৪ হাজার ৫শত টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১১ ও১২ আগস্ট) দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ২বিজিবি।

শুক্রবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে হোয়াইক্যং বিওপির একটি টহল দল চেকপোস্টে সিএনজি গাড়িতে তল্লাশি করে উখিয়া বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক ৫’র সৈয়দ হোছাইনের ছেলে মো. রিয়াজ (১৯) কে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

অপরদিকে শুক্রবার (১২আগস্ট) রাতে হ্নীলা ইউপির দমদমিয়া বিওপির হাবিবুল্লাহ জোড়া নামক স্থান হতে বিজিবি সদস্যদের অভিযানের ধাওয়া খেয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া জিনিস তল্লাশি করে ১ কেজি ৬১ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার রাতে হোয়াইক্যং বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল কারিঙ্গা ঘোনা নামক এলাকায় নিয়মিত টহল অভিযান পরিচালনা করে ১৮০ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করে এবং ওই রাতে সাবরাং ইউনিয়ন বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দলের অভিযানে নাফ নদী হয়ে দেশে প্রবেশের সময় বেড়ি বাঁধের পাশে বগল জোড়া নামক স্থান হতে ৬৪৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়ান সদরে স্টোর কক্ষে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

 

 

 

লামায় টমটম, মিনি টমটম ও অটোরিক্সা চালক মালিকদের সাথে পৌর মেয়র জহিরুল ইসলাম মতবিনিময় সভা

কক্সবাজার বিভাগের আরো খবর

আরও খবর