তিন নারী ফুটবলার ও এক কোচের জন‍্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রণোদনা।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/০৯/২০২২, ১১:১৮ PM / ১১
তিন নারী ফুটবলার ও এক কোচের জন‍্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রণোদনা।

রবিজয় ত্রিপুরা,খাগড়াছড়ি।

আজ ( ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার ) সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলের তিন খেলোয়ার ও একজন কোচের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক।

নেপালের কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার জয় পায় বাংলাদেশ নারী ফুটবল দল।

দলে আছেন খাগড়াছড়ির মনিকা চাকমা, আনাই মগিনি ও আনুচিং মগিনি। এ ছাড়াও জাতীয় দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমার বাড়িও খাগড়াছড়ি জেলাতে।

শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেইসবুক আইডি হতে তাদের সবার জন্য ১ লক্ষ টাকা হারে ৪ লক্ষ টাকা আর্থিক প্রণোদনার ঘোষণা দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

তিনি বলেছেন, “বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাই তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসন পক্ষ থেকে এই পুরষ্কার।
জেলা প্রশাসকের এই মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন খাগড়াছড়ি জেলাবাসী সহ দেশের সর্বস্তরের জনগণ।