থানচি উপজেলার দুর্গম থুইসা পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৭/০৫/২০২৪, ৮:৪৭ PM / ৩৪
থানচি উপজেলার দুর্গম থুইসা পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড

থানচি প্রতিনিধি।

 

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম  তিন্দু ইউপির  থুইসা পাড়াতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ মে) সকাল ১১ টার দিকে রান্না ঘরের চুলা হতে অগ্নিকাণ্ডের ঘটনার উৎপত্তি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

এদিকে উপজেলার দুর্গম এলাকা হওয়ার কারনে সেখনে মোবাইল নেটওয়ার্ক না থাকায় খবর পেতে কিছুটা  দেরি হয়।অগ্নিকান্ডের বিষয়ে  তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা  জানান আজকে সকাল ১০ টার দিকে রান্না ঘরের চুলা হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি।অগ্নিকাণ্ডে আবাসিক হোটেল সহ ১২টি বাড়ি পুড়ে গেছে, নেটওয়ার্ক না থাকায় বিজিবি সদস্যদের ওয়ারলেস এর মাধ্যমে যে টুকু সংবাদ পাচ্ছি সেটাই। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিস্তারিত জানতে পারছি না, বিস্তারিত জেনে আমি জানাবো।

এদিকে থানচির দুর্গম থুইসাপাড়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি’র জিন্নাপাড়া ক্যাম্পের সদস্য সহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।অগ্নিকাণ্ডের বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে কয়েকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উল্লেখ্য তিন্দু ইউনিয়ন থেকে পায়ে হেঁটে ৫ ঘন্টা সময় লাগে থুইসা পাড়ায় পৌছুতে।