দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরুঃ রাইখালী মন্দিরে যষ্ঠী পুজায় নানা আয়োজন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০১/১০/২০২২, ১০:০৫ PM / ১৫
দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরুঃ রাইখালী মন্দিরে যষ্ঠী পুজায় নানা আয়োজন।

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)।

দেবী দুর্গার বোধনের মাধ্যমে শনিবার হতে কাপ্তাইয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, এবছর কাপ্তাই উপজেলায় মোট ৮টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।

মন্ডপ গুলো হলো, রাইখালী বাজার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা শ্রীশ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালী মন্দির, মিশন এলাকার সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, কেপিএম এলাকার কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, শীলছড়ি এলাকার শ্রী শ্রী রাম সীতা সংঘ দুর্গা মন্দির, ওয়াগ্গা লোকনাথ সেবাশ্রম মন্দির, কাপ্তাই লকগেইট শ্রী শ্রী জয় কালী মন্দির,এবং কাপ্তাই ব্রিকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির।

এদিকে শনিবার সন্ধ্যায় মহা যষ্ঠী পুজায় রাইখালী বাজার ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে পঞ্চ প্রদীপ প্রজ্জলন, গীতা পাঠ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় গীতিআলেখ্য ” বাজলো তোমার আলোর বেণু ” পরিবেশিত হয়। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতুর সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজয় সেন ধনা, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু।পরে জাগরণ পুঁথি পাঠ করেন স্থানীয় ভক্তরা।

 

 

নাইক্ষ্যংছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি।