দেশের উন্নয়নে শেক হাসিনার বিকল্প নেই- বীর বাহাদুর উশৈসিং


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/০৯/২০২৩, ৩:২০ PM / ৩৫
দেশের উন্নয়নে শেক হাসিনার বিকল্প নেই- বীর বাহাদুর উশৈসিং

জয়বাংলা নিউজ ডেস্ক।

এই সরকারের আমলেই পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা সহ সকল সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়ছে।আগামীতেই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগ এর পাশে থেকে কাজ করতে হবে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে।দেশের উন্নয়ন অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই
বান্দরবানে বান্দরবান পার্বত্য উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট , এর বাস্তবায়নে প্রায় সাত কোটি বিশ লক্ষ টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী ১৪৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান স্টেডিয়াম থেকে ইসলামী শিক্ষাকেন্দ্র পর্যন্ত আর.সি.সি ড্রেইন নির্মাণ, ২০৬.৮৬ লক্ষ টাকা ব্যয়ে বনরূপা অমল চৌধুরী টিটুর বাড়ী হতে ২নং গলির কালভার্ট পর্যন্ত আর.সি.সি
ড্রেইন নির্মাণ,৫৬.৭৭ লক্ষ টাকা ব্যয়ে বনরূপা পাড়া ড্রেইন হতে মোহাম্মদের বাড়ী পর্যন্ত আর.সি.সি ড্রেইন নির্মাণ,৮৫.৩৪ লক্ষ টাকা ব্যয়ে বনরূপা পাড়া মিঠুনের বাড়ীর পিছনের ছড়ার উপর আর.সি.সি ড্রেইন নির্মাণ, ১৫.৫১ লক্ষ টাকা ব্যয়ে বনরূপা ২নং সড়কের বাড়ী হতে হাজী হাসমদের বাড়ী পর্যন্ত আর.সি.সি ড্রেইন নিৰ্মাণ,৩৪.১৩ লক্ষ টাকা ব্যয়ে ফারুক কন্টেকটরের বাড়ী হতে বনরূপা ২নং গলির কালভার্ট মুখ পর্যন্ত আর.সি.সি ড্রেইন নির্মাণ,৪৮.৮১ লক্ষ টাকা ব্যয়ে,বনরূপা পাড়া ২২ পরিবার যাওয়ার রাস্তায় আর.সি.সি ড্রেইন নির্মাণ,৭৭.৫৮ লক্ষ টাকা ব্যয়ে বনরূপা পাড়া আবুতৈয়ব বাড়ী হতে দাঁনুমিয়া দোকান পর্যন্ত আর.সি.সি ড্রেইন নিৰ্মাণ,৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে ছাত্র-ছাত্রীদের হোস্টেল ভবন নির্মাণ। সহ সর্বমোট ৭ কোটি ২০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান পার্বত্য উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ, বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র মোঃ শামসুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।