দোকানিদের উচিত সঠিক দামে গ্রাহককে পণ্য বিক্রয় করা – পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/০৯/২০২২, ১১:২৭ PM / ২১
দোকানিদের উচিত সঠিক দামে গ্রাহককে পণ্য বিক্রয় করা – পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নব নির্বাচিতদের শপথ গ্রহণ করান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

(২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা সদরের হোটেল হিলটন এর কনফারেন্স রুমে বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নব নির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,স্থানীয় সরকার এর উপ-পরিচালক লুৎফর রহমান,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আবদুর রহিম চৌধুরী,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ।

সমিতির সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত কমিটির সদস্য হলেন সভাপতি হাফেজ মোঃ আজিজুল হক ,সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সহ -সভাপতি (১)নিখিল চন্দ্র কর্মকার,সহ- সভাপতি (২) আংগা মিয়া সওদাগর, সাধারণ সম্পাদক, বিমল কান্তি দাশ, সহ -সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক অনুপম আইচ,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ- প্রচার সম্পাদক সুজন কান্তি দাশ,সহ-অর্থ সম্পাদক মোঃ মমতাজ।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নব নির্বাচিত সদস্যবৃন্দগণকে শপথ গ্রহণ করান।

মন্ত্রী বলেন একজন কাস্টমার সাথে সুন্দর আচার- আচারণের মাধ্যমে সেবা প্রদানে ব্যাবসায়িদের মনোভাব হওয়া উচিত। ব্যবহার মধ্যেমে যেন কাস্টমার মনে কষ্ট না পান,দৈনন্দিন যাবতীয় মালামাল সঠিক দামে ক্রেতার হাতে তুলে দিতে হবে।

 

 

পরিচ্ছন্নতা করসেবায় কোয়ান্টামের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক।