ধর্ম যার যার উৎসব সবার- লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান( পিএসসি)।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৯/১০/২০২২, ১০:০০ PM / ২০২
ধর্ম যার যার উৎসব সবার- লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান( পিএসসি)।

মোঃমোরশেদ আলম চৌধুরী লামা,বান্দরবান।

বান্দরবান জেলার লামা উপজেলার ইয়াংছায় ৯ অক্টোবর ( রবিবার) বিকাল ৪ টায় আলীকদম সেনা জোনের
লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান উপস্থিত থেকে প্রবারণা অনুষ্ঠানের উদ্ভোধন করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও প্রবীণ সাংবাদিক রুহুল আমিন, বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ভিক্ষু জাওমানা, জীনামেজু অনাথ আশ্রমের জমি দাদা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ইলিয়াছ সানি, মৌজা হেডম্যান, পাড়া কারবারিগণ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জীনামেজু অনাথ আশ্রমের ছাত্র মেংনু।বক্তব্য রাখেন, সাংবাদিক রুহুল আমিন, জমি দাতা,জাওমানা ভিক্ষু।

প্রধান অতিথি বলেন- ধর্ম যার যার উৎসব সবার, আজ এই জীনামেজু অনাথ আশ্রমে এসে তা উপলব্ধি করতে পেরেছি। অনাথ শিশুদের এত সুন্দর পরিবেশ, আচরণ, উপস্থাপনা দেখে আমি মুগ্ধ। তিনি জীনামেজু অনাথ আশ্রমের ভিক্ষু জাওমানা ভিক্ষুকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন- অত্র অনাথ আশ্রম থেকে দেশের বিভিন্ন স্থানে ছাত্র/ছাত্রীরা স্থান পেয়েছে শোনে খুশি হলাম, আমি সকলের কাছে আহ্বান জানাব আপনারা সকলে তাদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন, আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি সহযোগীতা করব।পরিশেষে তিনি সকলের উত্তরাত্তর মঙ্গল কামনা করেন।

 

 

 

 

লামা পিআইবি’র’ উদ্যোগে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু।