নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়লো ৬টি দোকান


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৬/১১/২০২৩, ২:০২ PM / ১৯
নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়লো ৬টি দোকান

নিজস্ব সংবাদদাতা। 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আগুন নিভাতে গিয়ে কয়েকজন আংশিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার (০৫ নভেম্বর) রাত সাড়ে এগোরটার দিকে সদর উপজেলার কেজি স্কুল গেইট এলাকায় মার্কেটে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মার্কেটে একটি দোকানে টমটম গাড়ি চার্জ দেওয়ার অবস্থায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ৬টি দোকান পুড়ে যায়। উপজেলার কোন ফায়ার স্টেশন না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছিল। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী কক্সবাজারের রামুর ফায়ার সার্ভিস দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে ১কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নাইক্ষ্যংছ‌ড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ইজিবাইকে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি পরিমান তদন্ত করে বিস্তারিত জানা যাবে।