নাইক্ষ্যংছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক নিহত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৭/১০/২০২৩, ১১:৪৯ PM / ২৩
নাইক্ষ্যংছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক নিহত

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি।

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে ঘটনাস্থলেই ফরিদুল আলম (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার (‌১৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাগল খাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক স্থানীয় ছাগল খাইয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্র আরো জানান, মোহাম্মদ আলমের পরিবারের সাথে নিহত ফরিদুল আলমের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত চারদিন আগে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করে দেওেয়া হলেও দুপুরে তাদের মধ্যে গরু ও ছাগলের ঘটনা নিয়ে গণ্ডগোল সৃষ্টি হয়। এতে এক পর্যায়ে মোহাম্মদ আলমের নেতৃত্বে হামলা করা হলে ফরিদুল আলম ঘটনাস্থলে মারা যায়।

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান জানান, পালানোর সময় হামলাকারী মো. আলমকে স্থানীয় লোকজন আটক করে। পরে নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশের হাতে তুলো দেয়। এ ঘটনায় নিহত ফরিদ আলমের স্ত্রী ফাতেমা বেগমের হাতে দায়ের কোপ লাগে। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায়
কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

নাইক্ষ‍্যংছড়ি থানার ওসি টান্টু সাহার জানান, পরিস্থিত স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।