নাইক্ষ্যংছড়িতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৪/১১/২০২৩, ৫:৫৩ PM / ১৩
নাইক্ষ্যংছড়িতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫২ তম সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা ও সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মার্মাসহ সমবায় সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্বর বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সভাপতিত্বে মাওলানা রফিকুল ইসলামের কোরআন তেলওয়াত ও অনিত বড়ুয়ার ত্রিপিটকের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মার্মা
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুদরত ই বারী, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন ‘সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

সমবায় ছিল তার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।’ পরে সফল উদ্যোগী সমবায়ী হিসাবে ঘুমধুম তুমব্রু টমটম মিশুক সমবায় সমিতি,নাইক্ষ্যংছড়ি বাজার সমবায় সমিতিও সদর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়