নাইক্ষ্যংছড়িতে পানির ঝিরিতে ছৈয়দ আলম নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৮/০৮/২০২৩, ৩:২৫ PM / ১১
নাইক্ষ্যংছড়িতে পানির ঝিরিতে ছৈয়দ আলম নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ নতুনপাড়া এলাকায় পানির ঝিরিতে থেকে ছৈয়দ আলম নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীরা।

২৭আগস্ট রবিবার সকাল ১০টায় ঘটিকায় স্থানীয় লোকজন মৃত দেহটি খালে ভেসে থাকতে দেখতে পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে এসআই মনিরসহ চেয়্যারম্যান, ইউপি সদস্য ও স্থানীয়দের সহয়তায় মৃত দেহটি উদ্ধার করেন।
মৃত ব্যক্তি পরিচয় সনাক্ত করার চেষ্টা করে,পরবর্তীতে জানাযায়-সে
রামু উপজেলার ফাতেহারকুল ইউনিয়নের প্রবাসী ছুরুত আলমের ছেলে ছৈয়দ আলম(৩৫)

বিষয় টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, তিনি জানান ছৈয়দ আলম নামে ১ ব্যক্তির লাশ উদ্ধার করে তার পরিবার-কে খবর দেওয়া হয়েছে ।এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।