নাইক্ষ্যংছড়িতে প্রথম এটিএম বুথ উদ্ভোধন!


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৮/০৮/২০২২, ৮:১১ PM / ১৩
নাইক্ষ্যংছড়িতে প্রথম এটিএম বুথ উদ্ভোধন!

রফিকুল ইসলাম (রিজভী),নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নাইক্ষ্যংছড়ি এজেন্টের ATM বুথ উদ্ভোদন করা হয়েছে।

২৮ আগস্ট (রোববার) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি থানা মোড়ে স্থাপিত উক্ত এটিএম বুথ এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ব্যাংকের রামু শাখার ব্যবস্থাপক শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি শাখার ইনচার্জ তওহিদুল ইসলাম, পল্লি উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। ফাস্ট সিকিউরিটি ব্যাংকের নাইক্ষংছড়ির উপ-শাখার ইনচার্জ সাহাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে নাইক্ষ্যংছড়িসহ আশাপাশের জনগণের জন্য দেনদেন সহজ করেছে। ব্যাংকিং সেবা গ্রহণে একধাপ এগিয়ে গেলো নাইক্ষ্যংছড়ি।

জানাগেছে এখন থেকে গ্রাহকগণ এই এটিএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন।

এসময় আর-ও উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি এজেন্টের স্বত্বাধিকারীর পিতা মাওঃ আবু আব্দল্লাহ মোঃ জহির উদ্দিন বদরু, গর্জনিয়া এজেন্ট মাওঃ ফরিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ফরমান উল্লাহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, থানা প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

জন প্রতি পাঁচ কেজি চাল না দিয়ে অবৈধভাবে বস্তায় বস্তায় চাউল পাঁচার।