নাইক্ষ্যংছড়িতে বীর বাহাদুরের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বস্ত্র বিতরণ!


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০২/১০/২০২২, ৭:২৩ PM / ১১
নাইক্ষ্যংছড়িতে বীর বাহাদুরের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বস্ত্র বিতরণ!

রফিকুল ইসলাম (রিজভী), নাইক্ষ্যংছড়ি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম জনপদ দোছড়ি ক্রোক্ষ্যং এ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পক্ষে
দোছড়ি ইউনিয়নের ক্রোক্ষ্যং এলাকায় বীর বাহাদুর শিশু সদনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ অক্টোবর) দুপুর ১২ টায় দোছড়ি ইউনিয়নের ক্রোক্ষ্যং এলাকায় বীর বাহাদুর শিশু সদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য সিংইয়ং খুমি, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান।

এসময় গরিব ও মেধাবী অর্ধশতাধিক শিক্ষার্থীহাতে খাতা-কলম এবং এলাকার মানুষের মাঝে লুঙ্গি-থামি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগ সহসভাপতি জনাবা এমেচিং মার্মা, উপজেলা সাধারণ সম্পাদক জনাবা সানজিদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সকল পূজামন্ডপে বান্দরবান সেনা জোনের অনুদান।