নারীদের আত্মকর্মসংস্থান ও কৃষি উন্নয়নে সেলাই মেশিন ও ট্রাকটর পাওয়ার টিলার বিতরন


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৩/০২/২০২২, ৭:৫২ PM / ১৬
নারীদের আত্মকর্মসংস্থান ও কৃষি উন্নয়নে সেলাই মেশিন ও ট্রাকটর পাওয়ার টিলার বিতরন

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানে  জেলায় বিভিন্ন উপজেলার নারীদের আর্থসামাজিক উন্নয়নে অটোমেটিক এমব্রয়ডারি সেলাই মেশিন এবং জেলার কৃষক সমবায় সমিতিকে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরন অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১০.৩০ টায় পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ এর সম্মেলন কক্ষে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়,আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাউছার,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়ায়ুর রহমান,বান্দরবান জেলা টুরিস্ট পুলিশের,পুলিশ সুপার আবদুল হালিম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা পরিষদের উর্ধতন কর্মকর্তা ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা  বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের নারী উন্নয়নে অনেক কর্মপরিকল্পনা গ্রহন করেছেন,সরকারি বিভিন্ন সংস্থা এ সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে গবাদি পশু,সেলাই মেশিন সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ২০৪১ সালের লক্ষ্য অর্জনের জন্য দেশের নারী সমাজের সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর হাত ধরে উন্নয়নের ছোয়া লেগেছে পাহাড়ের আত্মপ্রত্যয়ি নারীদের জীবনমান উন্নয়নে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন পার্বত্য বান্দরবান এখন কৃষিতে সয়ংসম্পুর্নতা অর্জন করেছে,পাহাড়ের কোথাও এক ইঞ্চিও জায়গা খালি রাখা যাবে না।বিগত সময়েও জেলা পরিষদ,উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের মাধ্যমে জেলার পাশাপাশি  উপজেলার পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে সেলাই মেশিন,গবাদিপশু ও বিভিন্ন কৃষি উন্নয়ন সামগ্রী বিতরন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উদারতায় আজ পার্বত্য অঞ্চলের অনেক দুর্গম এলাকায় কৃষি পন্য পরিবহনের সহজতর হয়েছে।

মন্ত্রী উপকারভোগীদের উদ্দেশ্য করে বলেন যারা উপকারভোগী তাদের মনে রাখতে হবে তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রাথমিক মুলধনের ব্যাবস্থা করা হয়েছে এবং এই সকল সাহায্য সামগ্রী ব্যাবহারের মাধ্যমে তাকে স্বনির্ভর হতে হবে এবং নিজে অন্য আরেকজনের কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলতে হবে তবেই স্বনির্ভর  নারী সমাজ গড়ে উঠবে।মন্ত্রী আরো বলেন কৃষি ক্ষেত্রকে এগিয়ে নেয়ার জন্য কৃষি সমবায় সমিতির মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় কৃষি যন্ত্রপাতি ট্রাকটর ও পাওয়ার টিলার মেশিন বিতরনের করা হয়েছে।এসময় মন্ত্রী লেমুঝিড়ি আগা পাড়া সমবায় সমিতিকে ২৮৪ টি এমব্রয়ডারি সেলাই মেশিন বিতরন এবং কৃষক সমবায় সমিতিকে কৃষি কাজে সহাতার জন্য  ১টি ট্রাকটর ও ৪ টি পাওয়ার টিলার মেশিন বিতরন করেন।