পার্বত্য মন্ত্রীর সাথে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৯/০৯/২০২২, ৫:১২ PM / ২৪
পার্বত্য মন্ত্রীর সাথে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়।

জয়বাংলা নিউজ ডেস্ক।

সদ্য সমাপ্ত উপজেলা ছাত্রলীগের সম্মেলনের পর নবগঠিত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সাথে।এ উপলক্ষে  এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

১৯শে সেপ্টেম্বর সোমবার সকালে পার্বত্য মন্ত্রীর নিজ বাসভবনের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী  বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তার হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের কারখানা হতেই আগামীর নেতৃত্ব সৃষ্টি করতে হবে।বান্দরবান জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের তিনি সাধুবাদ জানান সুশৃঙ্খল ভাবে সম্মেলন গুলো সমাপ্ত করার জন্য।তিনি আরো বলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে খুব অল্প দিনের মধ্যে।

ফটো সেশনে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

যারাই ছাত্রলীগের নেতৃত্বে আসবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য ৩০০ নং আসনে পূনরায় নৌকার জয় আনতে মিলেমিশে কাজ করবে।মন্ত্রী বর্তমান উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতারা দক্ষ হাতে নেতৃত্ব দেয়ার কারনে আজকে বর্তমান নতুন নেতৃত্বরা দেশের স্বার্থে জনগনের স্বার্থে,দলের স্বার্থে নিজেকে উজার করে দেয়ার মতো করে তৈরী হতে পেরেছে।তিনি আরো বলেন তৃনমূল পর্যায়ের সকল ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে,মন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপি’র রাজপথের নৈরাজ্যকর কর্মসূচি প্রতিহত করার জন্য বান্দরবান জেলা ছাত্রলীগের কর্মীরাই যথেষ্ট।পার্বত্য বান্দরবানের আনাচে-কানাচে সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে,যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকেই পার্বত্য বান্দরবানের নৌকার দায়িত্ব দিবেন তার পক্ষেই আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,উসিংহাই রবিন বাহাদুর,উপ-ধর্ম বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় নির্বাহী সংসদ,ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনী সুশীল।

বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা শাখার সভাপতি হ্লাগ্যনু মার্মা,সাধারণ সম্পাদক সিয়াম,নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহবুব রায়হা,সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ,লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান।লামা উপজেলা,পৌর ছাত্রলীগ ও লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।মতবিনিময় সভা শেষে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ পার্বত্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সিমান্ত পরিদর্শনে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।