প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২৪/১০/২০২৩, ৭:৩৪ PM / ১৬
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

জয়বাংলা নিউজ ডেস্ক। 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। দেবী দুর্গা কৈলাস থেকে ১৪ অক্টোবর ঘোড়ায় (ঘোটক) চড়ে পিতৃগৃহে আগমন করেন। আর দশমীর দিনে ঘোটকে করেই কৈলাশে ফিরে যাবেন। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর মঙ্গলবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

দেশের বিভিন্ন জেলার মতো বান্দরবানেও গত ২৩শে অক্টোবর মহা নবমী ধুমধামের সাথে পালন করছে হিন্দু সনাতনী ধর্মাবলম্বীরা।

নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়। তাই শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়।১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।

২৪শে অক্টোবর মঙ্গলবার সকালে বিজয়া দশমীতে জেলা সদর সহ উপজেলার প্রতিটি মন্দির ও পুজা মন্ডপে শেষ বারের মতো মা দুর্গার পুজা আর্চনা করে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা।

সরজমিনে জেলার সবচেয়ে বড় পুজা মন্ডপ রাজার মাঠে দেখা যায় বৃষ্টির উপেক্ষা করে সকাল থেকে পুজা মন্ডপে ভির করতে থাকে ভক্তকুল।
এসময় সকলের মঙ্গল কামনা ও দেশবাসীর জন্য প্রার্থনা করা হয়।

বছরান্তে দেবী দুর্গার আগমনে ৫ দিন জেলার প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়।

এদিকে বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
দুপুর ২ টায় বর্ণাঢ্য র‍্যালী সহকারে জেলার উজানি পাড়া ঘাটে, সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি হলো।

বান্দরবান দুর্গাপূজা উদযাপন কমিটির সুত্রে জানানো হয় এবার বান্দরবান জেলার ৩২ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে।