প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে – বীর বাহাদুর উশৈসিং


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৮/০৯/২০২৩, ৫:২৯ PM / ৪০
প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে – বীর বাহাদুর উশৈসিং

জয়বাংলা নিউজ ডেস্ক। 

মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান এক ইঞ্চিও অনাবাদি জায়গাও খালি রাখা যাবে না।বর্তমান সরকারের আমলে বান্দরবানের প্রত্যেকটা সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ,কৃষি সকল সেক্টরে উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারনে।

গৃহহীনদের জায়গা সহ ঘর উপহার দিয়েছে,দুর্গম উপজেলায় স্কুল,কলেজ ব্রীজ,কালভার্ট করে দেয়া হয়েছে।এখন আর কোথাও অন্ধকার নেই,যেখানে বিদ্যুৎ যায় নি সেখানে প্রধানমন্ত্রী ৪৫০০ মানুষের মাঝে সোলার হোম সিস্টেম দিয়েছেন।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে তথা বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দল আওয়ামীলীগের কোন বিকল্প নেই।

বান্দরবানে জেলা পরিষদের আয়োজনে
শুক্রবার ৮ই সেপ্টেম্বর সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনডিপি’র এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৭ উপজেলার ২০০ অসহায়,দুঃস্থ কৃষকদের মাঝে মোট ৩ কোটি ৮৪ লক্ষ ৭৭ হাজার সাতশত টাকার কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী জেলার ৭ টি উপজেলার কৃষক সমবায় সমিতির মাঝে কম্বাইন হারবেস্টার- ১ টি,রাইস কম্ব মিল-৩৮ টি,পাওয়ার ট্রিলার-৪২ টি,পাওয়ার থ্রেসার-৩৫ টি,পাওয়ার রিএপার-২৫ টি,পাওয়ার স্প্রে-১২৫ টি,লো লিট পাম্প-১২৫ সহ সর্বমোট ৩ কোটি ৮৪ লক্ষ ৭৭ হাজার সাতশত টাকার কৃষি সরঞ্জাম বিতরণ করেন।
এর আগে মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত সমবায় বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় চুড়ান্ত উত্তীর্ণ ২২ জন প্রার্থীদের নিয়োগপত্র হস্তান্তর করেন।


বান্দরবান জেলা পরিষদ কতৃর্ক মোট ১১০ জনের মাঝে ৩০ লক্ষ টাকার অনুদানে চেক বিতরন করেন।

এছাড়াও জেলা পরিষদ কতৃর্ক ৫৭ সমিতির গরীব, মেধাবী শিক্ষার্থী মাঝে বিভিন্ন খেলা সামগ্রী বিতরন এবং শিক্ষা উপকরন বিতরন করেন।এবং অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব ( এনডিসি) প্রদীপ কুমার মহোত্তম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,জনাব ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, ইউএনডিপি বান্দরবান জেলা প্রতিনিধি, খুশি রায়,ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যা সা প্রু মারমা,সিং ইয়ং ম্রো,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব ডাঃ অংচালু,কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক, এম এম শাহ নেয়াজ,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, জিয়াউর রহমান।