প্রান্তিক লেকে পুস্পগিরি এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/০৮/২০২২, ৭:৪৬ PM / ১২
প্রান্তিক লেকে পুস্পগিরি এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী।

বান্দরবান জেলা প্রশাসন এর উদ্যোগে প্রান্তিক লেকে শোভাবর্ধনের জন্য “পিস্পগিরি” এর শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ উপলক্ষে ১৬ই আগস্ট বিকেলে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এ সময় মন্ত্রী একটি জারুল গাছ রোপণ করেন এবং বান্দরবান জেলা প্রশাসন এর এমন উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ,বিভাগীয় বন কর্মকর্তা (প্ল্যান্টেশন) মাহমুদুল হাসান,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হক,অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রান্তিক লেকজুড়ে দশ একর জায়গায় বিস্তৃত বাগানটিতে দশ একর জায়গায় হিজল,জারুল,কৃষ্ণচুড়া, পলাশ,কাঞ্চন,শিমুল সহ ৭টি প্রজাতির সর্বমোট ৯ সহস্রাধিক চারা রোপণ করা হচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসন এর উদ্যোগে বাস্তবায়িত এই বাগান টি পরিপূর্ণ হলে আগামী তে পর্যটকদের কাছে এটি আরো আকর্ষনীয় হয়ে উঠবে।এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদে সংবর্ধনা