বঙ্গবন্ধুর জন্মবর্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ১৬/০৩/২০২২, ৩:৪২ PM / ১৫
বঙ্গবন্ধুর জন্মবর্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান সংবাদদাতা:,
বান্দরবানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উৎযাপন কমিটির আয়োজনে সারাদেশের মত বান্দরবানেও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎযাপন করার লক্ষ্যে ১৬ই মার্চ বুধবার সকাল ১১ টায় জেলা আওয়ামিলীগের কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু সহ জেলা আওয়ামিলীগের সিনিয়র নেতৃবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া,গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ ।

জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে থাকবে একযোগে সকাল ৬.৩০ মিনিটে জেলার আওয়ামীলীগ দলীশ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সরকারি মহিলা কলেজ এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিল,সকাল ৮.৩০ মিনিটে জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দুপুর ১২ টায় জেলার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরন,বিকেল ২ টায় দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বিকেল ২.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা এবং সন্ধ্যা ৭ টায় আতশবাজি প্রজ্জলন এবং দলীয় কার্যালয়,বঙ্গবন্ধু মুক্তমঞ্ছ,বঙ্গবন্ধু পাঠাগার সহ বিশেষ বিশেষ স্থানে আলোকসজ্জা এছাড়া কর্মসূচির অংশ হিসেবে থাকবে বঙ্গবন্ধুর পরীবারের জন্য জেলায় ধর্মীয় প্রতিষ্টান গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত।

মতবিনিময় সভায় বক্তারা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামিলীগ ও এরং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগামী ১৭ ই মার্চ জেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি পালনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়েছে।আমারা পার্বত্য বান্দরবানে এই দিবসটি স্মরনীয় করে রাখতে চাই।