বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২০/০৫/২০২৩, ২:২৬ PM / ১৬০
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা।

বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতাযর আয়োজন করা হয়েছে।

২০শে মে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবান জেলা কার্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০ হতে শুরু হওয়া প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগ ক-বিভাগ শিশু থেকে ৫ম শ্রেণি,খ-বিভাগ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি,গ-বিভাগ ৯ম থেকে দ্বাদশ শ্রেণি বিভিন্ন বয়সের শিশু কিশোররা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক ছবি আকেন।

বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান আগামী ২৩ শে মে মঙ্গলবার সকাল ১০ টায় জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আজকের অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণের কথা রয়েছে।

 

 

 

আরো পড়ুন-

 

 

 

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত