নিজস্ব সংবাদদাতা।
বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১শে আগস্ট সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান এর সভাপতিত্বে মাসব্যপী কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলেম, ওলামা, হাফেজ ও এতিমদের সমন্বয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ,সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক বাহাদুর,পৌরসভার মেয়র মোঃ সামশুল ইসলাম,বান্দরবান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, অনিল কান্তি দাস,বান্দরবান জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক, আবুল কালাম মুন্না,পৌর আওয়ামী লীগের সভাপতি, অমল কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মুছা কোম্পানি।
এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য, নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :