বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীর নানা আয়োজন।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৮/০৮/২০২২, ৮:৫৩ PM / ২৪
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীর নানা আয়োজন।

নানা আয়োজনে বান্দরবান জেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছ।

এ উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ এর কার্যালয়ের সামনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এছাড়াও জেলা আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা লীগ,ছাত্রলীগ,কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে।পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়,এতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

বিকেলে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্ছে জেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা।

এদিকে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,আর্থিক অনুদান, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরিন আখতার, বিপিএম, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

 

বান্দরবান সেনা রিজিয়নের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।