বরিশালে জোয়ারের পানিতে প্রাণ গেল দুই শিশুর


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ২০/০৮/২০২০, ৪:৩৮ PM / ১৪
বরিশালে জোয়ারের পানিতে প্রাণ গেল দুই শিশুর

বরিশালের মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কাজীরচর ও দড়িরচর খাজুরিয়া এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।

 

এরা হল- মেহেন্দিগঞ্জের কাজীরচরের মনির মাতবরের মেয়ে সাফিয়া (৭) ও দড়িরচর খাজুরিয়া এলাকার মাইদুল মুন্সির ছেলে ফারহান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় জোয়ারের পানিতে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে যায়। জোয়ারের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনে এ তথ্য দেয়া হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ৩ দিনে কীর্তনখোলায় রেকর্ড ৪৫ সেন্টিমিটার পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে; যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গত জুলাই মাসে সর্বোচ্চ ৩০ সেমি. পানি বৃদ্ধি পেয়েছিল কীর্তনখোলায়। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৩.০০ মিটারে অবস্থান করছে। যার স্বাভাবিক অবস্থায় থাকার কথা ছিল ২.৫৫ মিটার। পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে বরিশাল বিভাগের অন্যান্য নদ-নদীতেও।

অমাবস্যার জোয়ার এবং বৃষ্টির কারণে পানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে শিগগিরই এ অবস্থা থেকে উত্তরণ ঘটবে বলে জানিয়েছে পাউবো সূত্র।