বহু দিন পর একসাথে বসছে সৌদি ও ইরান


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৬/০৪/২০২৩, ১:১০ PM / ১৮৮
বহু দিন পর একসাথে বসছে সৌদি ও ইরান

জয়বাংলা আন্তর্জাতিক ডেস্ক।

দীর্ঘদিনের বিরোধে এক সঙ্গে বসা হয়নি সৌদি আরব ও ইরানের। কূটনৈতিক ও বাণিজ্য নিয়ে ছিল না কোনো যোগাযোগও। এসব সংকট কাটাতে এবার বৈঠক করেছে দুই দেশ।

স্থানীয় সময় বুধবার চীনের মধ্যস্ততায় দু দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় বলে এক প্রতিবেদেন জানিয়েছে বিবিসি।

সৌদির আল-এখবারিয়া টিভিতে প্রচারতি এক ভিডিওতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানকে চীনে একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

২০১৬ সালের পর প্রথম বারের মতো এর মধ্যদিয়ে এক সঙ্গ বসলো সৌদি আরব ও ইরান। ওই বছর থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না।

সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয় তখন। তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে।

দু দেশ যে বৈঠকে বসে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে, তা জানা যায় গত মাসের প্রথম সপ্তাহে। খবরে তখন বলা হয়, চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের আলোচনায় এই সমঝোতা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছিল, চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে উভয় দেশে পুনরায় দূতাবাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুই দেশের নানা বৈরিতার সঙ্গে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

আরো পড়ুন –