বাংগালহালিয়া ওয়াগ্যাই উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত।


জয় বাংলা নিউজ প্রকাশের সময় : ০৮/১০/২০২২, ৭:০৫ PM / ২৪
বাংগালহালিয়া ওয়াগ্যাই উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত।

চাইথোয়াইমং মারমা,রাঙ্গামাটি বুর‍্যো।

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা গীস,ওয়া সংঘের ক্লাব উদ্যােগের ৫ টি পাড়া ভিক্তিক ১০টি দল ফুটবল খেলা অংশ গ্রহণ করা হয়েছে। ৮ অক্টোবর বিকাল ৪ টায় ডাকবাংলা পাড়া মাঠে ২ টি দল প্রীতি ম্যাচ ফুটবল ফাইনাাল অনুষ্ঠিত হয়।

আজকের ফাইনাল খেলা ২টি দল চৌধুরী পাড়া বনাম ইয়েস নো ক্লাব অংশ গ্রহণ করেন। খেলা রেফারী পরিচালনা দায়িত্ব রয়েছে সুইসাহলা মারমা সহকারী রেফারি সেবাক মারমা ও থুইচাপ্রু মারমা। এ খেলা ভাস্যকরে রয়েছে অংছাইনু মারমা। মাঠে দেখা যাচ্ছে, আজকের দুদলে খেলা হাড্ডা হাড্ডি মধ্যে টানটান উত্তেজনা খেলা খেলছে।

খেলা সময মোট ১ঘন্টা নির্ধারিত করা হয়েছে। ফুটবল প্রীতি ম্যাচ খেলা আয়োজক গী;সওয়া সংঘের পরিচালনা কমিটি অংছাইনু মারমা বলেন, আজকের খেলা রেফারী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। শুরু মধ্যেময় খেলা ইয়েস নো ক্লাব ১গোল পরাজয় ব্যবধানে ডাকবাংলা জয়ী হয়। চৌধুরী পাড়া প্রথম গোল করেন ২নং জার্সি পড়ুয়া সাউচিং মারমা। এসময় উপস্থিত প্রধান অতিথি আইডিএফ ম্যানাজারও পাড়া সমাজ সেবক সাচিং মারমা।

বিশেষ অতিথি চাইল্ড কেয়ার কিন্ডার স্কুল প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী সানুমং মারমা জাইকা উপজেলা সমন্বয়ক থুইসাচিং মারমা রাজস্থলী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। উল্লেখ্য প্রথম চ্যাম্পিয়ান দল ট্রফি সহ ১০ হাজার পুরস্কার রার্নাসআপ ৭ সাত হাজার এবং ৩য় স্থান ৩ হাজার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

 

 

সড়ক উন্নয়ন ও ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার।